বেসরকারি বিনিয়োগ আকর্ষণে টেশিস-কে হাইটেক পার্ক ঘোষণা করা হবে

২২ জানুয়ারি, ২০২৪ ১১:১০  

এবার স্মার্ট টেশিস গড়ে তুলতে প্রতিষ্ঠানটিকে স্মার্ট সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এজন্য মূলধনের ঘাটতি মেটিয়ে আধুনিকায়ন করতে দেশি-বিদেশী বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং সরকারি সুবিধার সর্বোত্তম ব্যবহার ও ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের দখলে থাকা ৫ একর জমি থেকে ভাড়া আদায়ে টেশিস প্রধান আশরাফ হোসেনকে পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে শিগগিরই টেশিস-কে হাইটেক পার্ক হিসেবে ঘোষণা করতে অনুষ্ঠানে উপস্থিত সংস্থার ব্যবস্থাপনা পরিচালক জিএস এম জাফর উল্লাহ’র দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।      

স্বভাব সুলভ ভাবে আয় বাড়িয়ে আগামী ৩০ জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) কে লাভে নিতে গত ৫ বছরের আয়ের ও ব্যয়ের চিত্র বিশ্লেষণ করে আগামী ৫ বছরে আয় বাড়ানো ও ব্যয় কমানোর নির্দেশনা দিয়েছেন আইসিটি ও টেলিকম প্রতিমন্ত্রী।   

সোমবার সকালে টঙ্গীতে অবস্থিত সরকারি মালিকানাধীন এই টেলিকম কোম্পানির এর প্রধান কার্যালয় পরিদর্শনে ৪৫ মিনিট ধরে ভবনের প্রতিটি তলার স্টোর থেকে টয়েলট ঘুরে দেখেন তিনি। পরিদর্শনে টেশিস এর পিএসটিএন টেলিফোন সেট, পিএবিএক্সঃ সিস্টেম, ডিজিটাল মিটার, মোবাইল ব্যাটারি ও চার্জার ও ল্যাপটপ বিভাগের স্টোর ম্যানেজমেন্টের বেহাল দশা চোখে পড়ে।

সেসব দেখে কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রতিমন্ত্রী বলেছেন, স্টোর থেকে টয়েলট ভিজিট করে অকেজো করে আমি বুঝতে পারলাম স্টোর ম্যানেজমেন্ট হচ্ছে না। পুরাতন পণ্য অকশানে যেতে হবে। পণ্যের মেয়াদ উত্তীর্ণ হলেও নেটওয়ার্ক ইক্যুইপমেন্ট এর মোড়কই খোলা হয়নি।

পর্যালোচনা বা নিয়মিত মনিটরিং এর কারণে দোয়েল ল্যাপটপ জনগণের মধ্যে সাড়া জাগালেও বাজারে টিকতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, অনেক সম্পদ ও বিনিয়োগ থাকার পরও আমরা টেশিস এ মোবাইল কিংবা ল্যাপটপ অ্যাসেম্বল করে রফতানির দিকে আমরা যেতে পারিনি। দোয়েল ল্যাপটপ কিংবা স্মার্ট ইলেকট্রিক মিটার, পিএবিএক্স এর যেসব ক্ষেত্রে সরকারই একমাত্র ক্লায়েন্ট সেখানে টেশিস ভালো করছে, কিন্তু যেখানেই প্রতিযোগিতা আছে সেখানে টিকতে পারছে না।  অথচ পাশেই থাকা ওয়ালটন, ফেয়ার ইলেকট্রনিক্স ও হাইটেক শুল্ক মুক্ত সুবিধা পেলেও গত বছরেই টেশিসবে ৭ কোটি টাকা অতিরিক্ত শুল্ক দিতে হয়েছে। এসব ব্যয় কমাতে টেশিস-কে আজ থেকে হাইটেক পার্ক হিসেবে ঘোষণা করার ব্যবস্থা করে দিচ্ছি। যাতে এখানে বিনিয়োগে যে কোনো প্রতিষ্ঠান হাইটেক পার্ক যে সুযোগ সুবিধা পায় টেশিস ও যেনো সেই সুযোগ পায়।